Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মা ও শিশু সহায়তা কর্মসূচি
 

২০০৭-০৮ অর্থ বছরে তৃণমূল পর্যায়ে দরিদ্র ও অসহায় মহিলাদের স্বাস্থ্য, পুষ্টি ও জীবনমান উন্নয়নের জন্য এ কর্মসূচি শুরু হয়। এ কর্মসুচিটি চলমান। কর্মসূচির উদ্দেশ্য হলো দরিদ্র মা ও শিশুর মৃত্যুহার হ্রাস, মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধি, গর্ভাবস্থায় উন্নত পুষ্টি উপাদান গ্রহণ বৃদ্ধি, ইপিআই ও পরিবার পরিকল্পনা গ্রহণের হার বৃদ্ধি, জন্ম নিবন্ধন ও বাল্য বিবাহ নিবন্ধনে উদ্দুদ্ধকরণ।

 

উল্লেখযোগ্য অগ্রগতিঃ

(ক) এ কার্যক্রম বাস্তবায়িত হওয়ার ফলে  ২০০৭-২০০৮ অর্থ হতে ২০১৮-১৯ অর্থ  বছর পর্যন্ত ২৮,৭৫,৭৮০ জন মাকে প্রায় ১,৫৯১ (এক হাজার পাঁচশত একানব্বই) কোটি টাকা মাতৃত্বকাল ভাতা হিসাবে বিতরণ করা হয়েছে ।

 

(খ ) অর্থ  মন্ত্রণালয় এর SPFMSP প্রকল্পের সহযোগীতায়  MIS SOFTWARE নির্মাণ করা হয়েছে । SOFTWARE টির মাধ্যমে ৭টি উপজেলার ৮৮১১ জন ভাতা ভোগীদের  তথ্যাবলীর DATA Entry করে ২০১৭-১৮ অর্থ বছরের জানুয়ারি/১৮ হতে জুন/১৮ পর্যন্ত এবং ২০১৮-১৯ অর্থ বছরের জুলাই/১৮ হতে ডিসেম্বর/১৮ পর্যন্ত  ভাতার অর্থ  EFT এর মাধ্যমে G2P পদ্ধতিতে ভাতাভোগীর নিজস্ব ব্যাংক ও মোবাইল হিসাবের (রকেট ও বিকাশ) ও এজেন্ট ব্যাংক হিসাবে প্রদান করা হয়েছে ।  

 

(গ) মাও শিশুর জন্ম ও মৃত্যু হার ক্রমে হাস পাচ্ছে।

(ঘ) নারী ও শিশু স্বাস্থ্য এবং শিক্ষার হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

 (ঙ) নারী উন্নয়ন মূলক কর্মকান্ড তথা উন্নয়নে নারীর অংশগ্রহণ ও নারীর ভূমিকা ক্রমান্বয়ে  বৃদ্ধি পাচ্ছে।


 ২০২২-২০২৩ অর্থ বছরে  মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় গজারিয়া উপজেলাধীন ৮টি ইউনিয়নে মোট ৪৮৮ জন মাকে ভাতা প্রদান করা হচ্ছে পাশাপাশি  ভাতাভোগীদের মধ্যে প্রশিক্ষণ প্রদানের জন্য এনজিও নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে ।